জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে মন্তেশ্বরের জামনা পঞ্চায়েতের খোর্দ্দাঈশনা গ্রামের মূল প্রবেশ পথের প্রায় দুই কিলোমিটার ব্যাপি মোরাম রাস্তাটি। রাস্তার মাঝে ছোট-বড় গর্ত তৈরি হওয়ায় রাস্তাটি যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে। গ্রামবাসী পলাশ পাল, গোপাল পাল সহ এলাকার গৃহবধূ চৈতালি রায়-দের অভিযোগ, বিগত আট-দশ বছর ধরে রাস্তাটির কোনোরূপ সংস্কার করা হয়নি। সামান্য বৃষ্টিতে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বর্ষাকালে রাস্তা দিয়ে যান চলাচল তো দূরের কথা, হাঁটাচলা করাই দুঃসাধ্য হয়ে পড়ে। গ্রামের কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে কোনো চার চাকা গাড়ি গ্রামে আসতে চায় না। এদিন এক স্কুল ছাত্র পুষ্পায়ন পাল বলেন, ‘সাইকেল নিয়ে খুব কষ্ট করে স্কুলে যেতে হয়। বর্ষাকালে রাস্তা খারাপ হওয়ার কারনে বাড়ি থেকে স্কুলে যেতেই দেয় না। এছাড়াও এক টোটো চালক নেপাল রায় জানায়, পেটের দায়ে জীবন হাতে করেই এই রাস্তায় টোটো চলাচল করতে হয়। প্রশাসন থেকে কোনো সংস্কারই করা হয়নি মূল রাস্তাটির। গ্রাম থেকে কখনও কখনোও ভাঙা ইটের টুকরো রাস্তার বড় গর্তগুলিতে দিয়ে মেরামতের চেষ্টা করা হয়েছে।’
গ্রাম সূত্রে আরও জানা গেছে, প্রায় একশো ঘর বাসিন্দা রয়েছে এই গ্রামে। গ্রামের জনসংখ্যা কম হওয়ায় পার্শ্ববর্তী মঙ্গলপুর গ্রামের একটি সংসদের সাথেই এই গ্রাম যুক্ত হয়েছে। গ্রামবাসীদের দাবি এই গ্রাম থেকে কখনও কোনো জনপ্রতিনিধি নির্বাচন করা হয়নি। এ কারনে গ্রামের উন্নতিতে সেভাবে নজর দেয়নি পঞ্চায়েত।
যদিও গ্রামবাসীদের অভিযোগ মানতে চাননি জামানা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুস্মিতা মল্লিক সেন গুপ্ত। তিনি বলেন, মূল রাস্তাটির কাজ না হলেও গ্রামের ভিতরের সংযোগকারী রাস্তার ঢালাই করা হয়েছে। এই রাস্তাটিকেও কর্মপরিকল্পনায় রাখা হয়েছে। অন্যান্য বছরে তুলনায় এ বছরে পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ কম আসায় রাস্তাটির কাজ শুরু করা যায়নি। রাস্তাটির সংস্কারের বিষয়ে বিডিও-র সাহেবের সাথে আলোচনা হয়েছে, তিনি সংস্কারের আশ্বাস দিয়েছেন’ বলে জানিয়েছেন প্রধান।
Social