টুডে নিউজ সার্ভিস, উত্তর ২৪ পরগনাঃ দিনেদুপুরে সোনার দোকানে দুঃসাহসী চুরির ঘটনা। আনুমানিক প্রায় ১০ লক্ষ টাকার সোনার অলংকার নিয়ে চম্পট দিলো দুষ্কৃতীরা। আর সেই ঘটনা হলো সিসিটিভি ক্যামেরা বন্দি। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানার অন্তর্গত বিশ্বাসআটি বাজারে একটি সোনার দোকানে ভর দুপুরে সোনার গহনা কেনার নাম করে দোকানে আসে দুই যুবক। দোকানের মালিককে অন্যমনস্ক করে দোকান থেকে একটি সোনার চেনের বাক্স নিয়ে চম্পট দেয় দুই চোর। আনুমানিক তার বাজার মূল্য ১০ লক্ষ টাকার কাছাকাছি। তারা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ বাদেই দোকানের মালিক টের পেয়ে ওই দুই যুবকের পিছনে তাড়াও করে। ততক্ষণে মগরার দিকে মোটর বাইক নিয়ে চম্পট দেয় তাঁরা। দীর্ঘক্ষণ ধরে চলে তাদের খোঁজাখুঁজি কিন্তু তাদের খোঁজ না মেলায় অবশেষে খবর দেয় হাবরা থানায়। তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছায় হাবরা থানার পুলিশ। ঘটনাস্থলে এসে সিসিটিভি ফুটেজ দেখে চোরেদের সন্ধান চালাচ্ছে হাবরা থানার পুলিশ। তবে দিনে দুপুরে এই চুরির ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় ব্যবসায়িক মহলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের আরও দুটি সোনার দোকানে ঢুকেছিল এই দুই যুবক। যদিওবা সেখান থেকে সুবিধা করতে পারেনি তাঁরা। পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে এদিন সন্ধ্যায় ঘটনাস্থল সরেজমিনে তদন্ত করতে আসেন হাবরা এসডিপিও রোহেদ শেখ ও হাবড়া থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন থানায় এলাকায় এই দুই চোরের সন্ধানে চালানো হচ্ছে নাকা চেকিং। এখন দেখার কবে ধরা পড়ে, এই দুই চোর পুলিশের হাতে? কোনও কিনারা হবে কিনা এই চুরির?
Social