পাপু লোহার, আউসগ্রামঃ দিদির সুরক্ষা কবচ-এ অংশ নিয়ে গ্রামযাত্রা শুরু দিদির দূতদের। বুধবার আউসগ্রামের তৃণমূল বিধায়ক অভেদানন্দ থান্দার ‘দিদির সুরক্ষা কবচ’ ও ‘দিদির দূত‘ নামক কর্মসূচি শুরু করেন বন নবগ্রামের হরিমন্দির থেকে। প্রথমে তিনি সকলের মঙ্গল কামনায় যান ওয়ারিশপুর মসজিদে ও শিবমন্দিরে। এরপর তিনি বন নবগ্রাম ব্লক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের রুগীদের কুশল বিনিময় করেন এবং প্রত্যেকের হাতে তুলে দেন সামান্য কিছু ফলমূল। এরপর আউশগ্রামে পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যদের সঙ্গে নিয়ে বিভিন্ন প্রকল্প ও উন্নয়ন নিয়ে আলোচনা হয়। তারপর আউশগ্রাম দলীয় কার্যালয়ে এলাকার পাঁচ জন গুণী ব্যাক্তিদের সংবর্ধনা দেওয়া হয়।
পাশাপাশি এদিন আউশগ্রাম বাসস্ট্যান্ডে একটি পথসভা আয়োজন করা হয় এবং বিধায়ক সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা করোটিয়া গ্রামে রাত্রিবাস করেন। ওই গ্রামের মানুষদের সুবিধা অসুবিধার কথা শোনেন।
রাজ্য নেতৃত্বের বেঁধে দেওয়া সূচি ও সময় অনুসরণ করে সমস্ত কর্মসূচি তিনি পালন করেন। ‘দিদির সুরক্ষা কবচ’ ও ‘দিদির দূত’ নামক কর্মসূচি ঘোষণা হয় গত ২ জানুয়ারি নজরুল মঞ্চের মেগা দলীয় বৈঠক থেকে। কর্মসূচি সফল করার জন্য রাজ্য নেতৃত্বের নির্দেশে আউসগ্রামের তৃণমূল বিধায়ক অভেদানন্দ থান্দার দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে নেমে পড়েন নিজ বিধানসভা এলাকার আউসগ্রাম অঞ্চলে। তার সঙ্গে ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সেখ সালেক রহমান, আউসগ্রাম ১নং ব্লক সভাপতি অরূপ সরকার, বিশিষ্ট সমাজসেবী দাতা লালন সহ তৃণমূলের স্থানীয় নেতৃত্ব ও অসংখ্য তৃণমূল কর্মী।