জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ দিদির সুরক্ষা কবচ কর্মসূচিকে সফল্য করার লক্ষ্যে কুসুমগ্রাম বাজারে একতা মঞ্চে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে “দিদির দূত” এপ্লিকেশন বিষয়ক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। এই প্রশিক্ষণ শিবিরে মন্তেশ্বর ব্লকের ২১৭ টি বুথের প্রত্যেক বুথের দশজন করে দিদির দূতের কর্মীদের বেছে নিয়ে মোট প্রায় ২১০০ দিদির দূতের কর্মী সহ উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আহমেদ হোসেন শেখ, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা, মমন্তেশ্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তন্ময় ব্যানার্জি, সহ-সভাপতি রাকিবুল হক শা, মন্তেশ্বর ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি চুয়া সোম, মন্তেশ্বর ব্লক তৃণমূল আইএনটিটিইউসি-র সভাপতি আতিকুর রহমান, ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইসারুল মণ্ডল, মন্তেশ্বর ব্লক তৃণমূল এসসি/এসটি সেলের সভাপতি বিপুল রায়, মন্তেশ্বর ব্লক তৃণমূল জয় হিন্দ বাহিনীর সভাপতি হিল্লাল বন্ধু ব্লক নেতা সব্যসাচী চক্রবর্তী, বাবুল খান ও লালন শেখ সহ সকল সহ সকল অঞ্চলের সভাপতি, প্রধান, উপপ্রধান সহ সকল ব্লক নেতৃত্ব।
প্রশিক্ষিত দিদির দূতের কর্মীরা রাজ্যের জনমুখী দিদির ঘোষিত ১৫টি প্রকল্পের সুবিধাগুলি জনসাধারনের কাছে পৌঁছেছে কি না বা তারা সুবিধাগুলি পেয়েছে কিনা, সেই সব বিষয়গুলি নিয়ে জানুয়ারির ১১ তারিখ থেকে কর্মীরা জনসাধারণের বাড়ি বাড়ি পৌঁছে এইসব বিষয়গুলি দেখবে। কোনো ব্যক্তি যদি এইসব সুবিধাগুলি থেকে পেয়ে বঞ্চিত হয়েছে। সেই সব ব্যক্তি যাতে এই সুবিধাগুলি পেতে গেলে কি কি করতে হবে, সেই বিষয়গুলি তুলে ধরবে। এই ১৫টি প্রকল্পের সুবিধাগুলি থেকে কেউ যাতে বঞ্চিত না হয় তার ব্যবস্থা গ্রহণ করবে দিদির দূতেরা।