টুডে নিউজ সার্ভিসঃ দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছে ছেলে! আতঙ্কে ঘুম উড়েছে পরিবারের! নদিয়ায় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বামেদের বাজি কলেজ পড়ুয়া সৌরনীল। ছেলে সিপিএম প্রার্থী। বাড়িতে কেউ জানতেনই না। পরে পাড়ার দেওয়াল লিখন এবং সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারেন যে ছেলে সৌরনীল সরকার এবার পঞ্চায়েত নির্বাচনে সিপিএম প্রার্থী। তা আবার দাপুটে তৃণমূল নেতা তথা প্রাক্তন তৃণমূল কংগ্রেসের প্রধান সঞ্জিত পোদ্দারের বিরুদ্ধে প্রার্থী। এই খবর শুনে আকাশ থেকে পড়েন বাবা মিল্টন সরকার। আতঙ্কিত সৌরনীলের মাও। এককথায় আতঙ্কে ঘুম উড়েছে পরিবারের। নদিয়ার তেহট্টের-১ ব্লকের বেতাই-২ গ্রাম পঞ্চায়েতের ১৭৭নং বুথ। ওই বুথে সিপিএমের প্রার্থী কলেজ পড়ুয়া সৌরনীল সরকার। তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূলের দাপুটে নেতা তথা প্রাক্তন পঞ্চায়েত প্রধান সঞ্জিত পোদ্দার।
জানা যায়, সঞ্জিত ছাত্র রাজনীতি করেন। ফলে দলের তরফে সিদ্ধান্ত হয় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সৌরনীল-কে পঞ্চায়েত নির্বাচনে লড়াই করতে হবে। এদিকে সৌরনীলের চিন্তা তাঁর পরিবারকে নিয়ে। তাঁরা জানতে পারলে ভোটে দাঁড়ানো যাবে না। তাঁর দাদা ধানবাদ আইআইটি-র পদার্থ বিদ্যার গবেষক। ফলে পড়াশোনা বাদ দিয়ে রাজনীতির মঞ্চে পা, কেউ মানতে রাজি হবে না। তাই অগত্যা পরিবারকে না জানিয়েই নির্বাচনে দাঁড়াতে হবে, সিদ্ধান্ত নেয় সৌরনীল। কিন্তু, মনোনয়ন জমা দেওয়ার পরে দেওয়াল লিখন ও সোশ্যাল মিডিয়ায় প্রচারের পরেই সৌরনীলের ভোটে দাঁড়ানোর খবর জানতে পেরে যায় তাঁর পরিবার। তাঁরা এটাও জানতে পারেন যে সৌরনীলের প্রতিদ্বন্দ্বী রয়েছেন দাপুটে নেতা তথা প্রাক্তন পঞ্চায়েত প্রধান। তাঁর চোখে চোখ রেখে যেখানে কথা বলার কারও সাহস নেই সেখানে সৌরনীল তার বিরুদ্ধে প্রার্থী!
শুরু হয় চাপা আতঙ্ক। মায়ের চোখে জল। বাবা মিল্টন সরকার বুঝে উঠতে পারছেন না কী করা উচিত। এদিকে তখন দিনরাত এক করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রচার করে চলেছেন সৌরনীল। তাঁকে সঙ্গে নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরছেন সিপিএমের নেতা কর্মীরা। প্রচারে গিয়ে তাঁরা বার্তা দিচ্ছেন, তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছ পঞ্চায়েত গড়তে সৌরনীলের হাত ধরতে।
সিপিএমের প্রার্থী সৌরনীল সরকার বলেন, আমার নির্বাচনে দাঁড়ানোটা দলীয় সিদ্ধান্ত এবং আমার নিজের তাগিদে আমি ভোটে লড়ছি। দলের একটা নির্দেশ ছিল পঞ্চায়েত নির্বাচনে দাঁড়াতে হবে। কিন্তু, বাড়িতে জানলে বাবা-মা রাগ করবেন, তাই প্রথমে বাড়িতে জানানো হয়নি। কিন্তু, দেওয়াল লিখন কিংবা সোশ্যাল মিডিয়া থেকে বাড়ির সকলে জানতে পেরে যায়। যার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছি তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাকে শাসানো হচ্ছে। আমি কিন্তু ভয় পাই না। মানুষ আমাদের সঙ্গে আছে।
প্রাক্তন প্রধান তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঞ্জিত পোদ্দার বলেন, বেতাই-২ গ্রাম পঞ্চায়েতে ১৭৭নং বুথের আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ২২ বছরের সৌরনীল নামে যে ছেলেটি দাঁড়িয়েছে তাঁর উত্তর দ্বীপপুরে বাড়ি। বেতাই-২ অঞ্চলে সিপিএম-এর কিছু নেই। তাই সৌরনীলকে আমি প্রতিদ্বন্দ্বী বলে মনে করি না। সে আমার ভাইয়ের মতো। বিজেপি প্রার্থীকে নিয়েও ভাবি না। আমরা সারাবছর সাধারণ মানুষের সঙ্গে আছি। প্রচারে গিয়ে মানুষের সাড়া পাচ্ছি। তার বিরুদ্ধে টাকা তছরুপের অভিযোগ প্রসঙ্গে বলেন, ভিত্তিহীন অভিযোগ। তবে সিপিএম ওই বাচ্চা ছেলেটিকে ব্যবহার করেছে। তাঁকে আমি স্নেহ করি।
Social