দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ তৃণমূলের হাতে ‘আক্রান্ত’ দলের কর্মীকে দেখতে যাওয়া বিজেপির মণ্ডল সভাপতি সহ ৩ জনকে মারধোরের অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধেই। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে বাঁকুড়ার ইন্দাস থানার রোল এলাকায়।
‘আক্রান্ত’ বিজেপির ইন্দাস মণ্ডল-১ সভাপতি শোভন দেব নন্দীর দাবি, রোল এলাকার গোপালনগর গ্রামে দলীয় পতাকা টাঙ্গানোর কারণে তৃণমূল আশ্রিত দূস্কৃতিরা এক বিজেপি কর্মীকে মারধোর করে। খবর পেয়ে ঐ কর্মীকে তারা দেখতে গেলে সেই তৃণমূল কর্মীদের তাদের আটকে মোবাইল, গাড়ি ভাঙচুর করে এবং নগদ ন’হাজার টাকা কেড়ে নেওয়ার পাশাপাশি ব্যাপক মারধোর করা হয় বলে তিনি অভিযোগ করেন। একই সঙ্গে এবিষয়ে তারা থানায় সুনির্দিষ্ট অভিযোগ জানিয়েছেন বলেও জানান।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঐ ঘটনার তীব্র নিন্দা করেছেন ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধাড়া। পঞ্চায়েত ভোটের আগে ‘বিরোধী শূণ্য’ করার চেষ্টা চলছে বলেও তিনি দাবি করেন।
Social