পাপু লোহার, কাঁকসাঃ দলছুট দাঁতাল বুদবুদের কসবা এলাকায়। ঘুমপাড়ানি গুলি করে হাতিটিকে নিয়ে যাওয়া হচ্ছে অনত্র। দামোদর নদ পেরিয়ে বাঁকুড়ার জঙ্গল থেকে বুদবুদের রণডিহা এলাকায় ঢুকে পড়ে একটি দলছুট দাঁতালটি। এই অঞ্চল পানাগড় বনবিভাগের আওতায় পড়ে।
বনদফতরের আধিকারিকরা জানিয়েছেন, বুদবুদের কসবা এলাকায় বৃহস্পতিবার রাত থেকে এলাকা জুড়ে দাপিয়ে বেড়ায় দাঁতালটি। ফলে আতঙ্কিত হয়ে পড়েছিলেন স্থানীয়রা। তাঁরা বন দফতরে খরব দেয়। এরপর সারারাত বনকর্মীরা দলছুট দাঁতালটির গতিবিধির উপর নজর রাখছিলেন। দীর্ঘক্ষণ চেষ্টা করেও হাতিটিকে বাঁকুড়ার জঙ্গলে ফেরত পাঠাতে পারেননি তাঁরা।
হাতি তাড়াতে বাঁকুড়া থেকে বিশেষ হুলা পার্টি আনা হয়েছিল। পানাগড়, দুর্গাপুর, বাঁকুড়া এবং বর্ধমান রেঞ্জের বন আধিকারিকরা ঘটনাস্থলে এসে পৌঁছান।
শুক্রবার সকালে ঘুমপাড়ানি গুলি ছুড়ে হাতিটিকে কাবু করে। বনদফতরের তরফে জানানো হয়েছে, হাতিটিকে ঝাড়গ্রামে গভীর জঙ্গলে নিয়ে যাওয়া হবে।
Social