অর্পণ নন্দী, কাটোয়াঃ শহরের ও গ্রামগঞ্জে নর্দমা এবং বিভিন্ন এলাকায় জমা জল থাকায় সেই জলে জন্মাচ্ছে ম্যালেরিয়া এবং ডেঙ্গুবাহিত মশার লার্ভা। আর সেখান থেকেই রাজ্যজুড়ে বাড়ছে ডেঙ্গি ম্যালেরিয়া রোগের আক্রান্তের সংখ্যা।
সূত্র মারফত জানা গেছে, এখনও পর্যন্ত কাটোয়া হাসপাতালে ডেঙ্গি রোগে আক্রান্ত হয়েছে প্রায় পাঁচ জন। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও মুর্শিদাবাদ জেলার সোনারুন্দী গ্রামের এক শিশু ভর্তি আছে এই হাসপাতালে বলে হাসপাতাল সূত্রে জানা যায়। আপাতত শিশুটি এখন সুস্থ আছে বলে জানান হাসপাতালের সুপার।