টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ‘চোর তাড়াও, ভাঙো ঘুঘুর বাসা’ এবং ‘দুর্নীতি রুখে দাও, শিক্ষা ও কাজের পরিবেশ ফেরাও’- এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার পূর্ব বর্ধমান জেলা পরিষদ অভিযান করলেন জেলার ছাত্র যুবরা। আর এই অভিযানকে ঘিরে সকাল থেকে পুলিশ নিরাপত্তা ছিল শহর জুড়ে চোখে পড়ার মতো।
এদিন সকাল ১১ টা থেকেই শহরের মধ্যে যান চলাচল নিয়ন্ত্রণ করে দেয় পুলিশ। ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। এরপর দুপুর প্রায় ৩ টে নাগাদ বর্ধমান ষ্টেশন থেকে বাম ছাত্র সংগঠন ডিওয়াইএফআই ও এসএফআই-এর মিছিল শুরু হয়।
বর্ধমান জেলা পরিষদ অভিযানকে সামনে রেখে এই কর্মসূচী নেওয়া হলেও পার্কাস রোড মোড়ের কাছ থেকে বাদামতলা মোড় পর্যন্ত ৪ টে ব্যারিকেড তৈরি করে পুলিশ। এদিন পরপর দুটি ব্যারিকেড ভাঙলেও তৃতীয় ব্যারিকেডে এসে থমকে যান তাঁরা এবং সেখানেই বসে পড়েন। এদিন মিছিলের নেতৃত্বে ছিলেন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষা মুখার্জি, এসএফআই-এর সর্বভারতীয় সহ সম্পাদক দীপ্সিতা ধর সহ রাজ্য ও জেলা নেতারাও।
ব্যারিকেডের উপরে উঠে বাম যুব নেত্রী মীনাক্ষী মুখার্জী সহ অন্যান্যরা সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে সরব হন।
Social