টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ গত ১ সেপ্টেম্বর থেকে পুরো মাস জুড়ে সমগ্র দেশে পালিত হচ্ছে জাতীয় পুষ্টি মাস। এই উপলক্ষ্যে পুষ্টি বিষয়ে আপামর জনসাধারণকে সচেতন করতে এবং মানুষের মধ্যে রোগ প্রবণতা কমাতে পথে নেমেছে বর্ধমানের অগ্রণী পুষ্টি বিশেষজ্ঞ সংস্থা বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি। শনিবার বিবেকানন্দ কলেজ মোড় ও পারবিরহাটায় বিনামূল্যে ডায়েট ক্যাম্পের আয়োজন করা হয়। সংস্থার তরফে সম্পাদক তথা বিশিষ্ট পুষ্টিশিক্ষক প্রলয় মজুমদার বলেন, এবারের পুষ্টি মাসের থিম হোল ‘সুপোষিত ভারত, স্বাক্ষর ভারত, সশক্ত ভারত।’ এই থিমকে মাথায় রেখে আমরা মানুষের পুষ্টির মান উন্নয়নে বিশিষ্ট ডায়েটিশিয়ানদের সহায়তায় বিনামূল্যে ডায়েট চার্ট প্রদান করছি এবং সারা মাস জুড়ে এই কাজ চলবে বর্ধমান শহর ও আশেপাশের গ্রামাঞ্চলে।
এছাড়াও এই মাসে বিভিন্ন স্কুলে সেমিনার আয়োজনের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে পুষ্টি বিষয়ে সচেতন করে তোলা হবে। প্রলয়বাবু আরও বলেন, খাদ্যাভ্যাসে বদল এনে মানুষ যাতে সুপুষ্ট হয়ে উঠেন এবং রোগ প্রতিরোধের মাধ্যমে নিজেকে শক্ত করে গড়ে তুলতে পারেন সেই লক্ষ্যেই ওনাদের এই অভিযান। এদিন বিশিষ্ট ডায়েটিশিয়ান হিসাবে উপস্থিত ছিলেন সুনন্দা প্রামানিক, অমৃতা হাজরা, তমন্না সরকার, লাবনী ভট্টাচর্য্য, দ্যুতি কোনার এবং মহঃ সফিকুর রহমান।