টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। সেই উপলক্ষ্যে বর্ধমানের স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি-র উদ্যোগে আয়োজিত হলো বিনামূল্যে ডায়েট ক্যাম্পের। ‘হেলথ ফর অল‘ এই থিমকে মাথায় রেখে সকলশ্রেনীর মানুষকে স্বাস্থ্য সচেতন করে লক্ষ্যে ৬ এপ্রিল হাটগোবিন্দপুর এলাকায় এবং ৭ এপ্রিল বর্ধমান শহরের শুলিপুকুর এলাকায় এই ডায়েট ক্যাম্প আয়োজিত হয়।
এই ক্যাম্পে বিশিষ্ট ডায়েটিশিয়ান অরুনিমা লাহা, লাবনী ভট্টাচার্য, সুনন্দা প্রামাণিক প্রমূখরা অনুষ্ঠানে উপস্থিত থেকে সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা করে শারীরিক অবস্থা অনুযায়ী সকলকে ডায়েট চার্ট প্রদান করেন এবং পথচলতি মানুষকে খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতন করেন।
সমস্ত খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন্ট করুন : https://chat.whatsapp.com/J2ZCZS26NOzBfHUobcE0YN
সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার জানান, একটি বাড়ির প্রাণ যেমন ইট বালি সিমেন্ট রড তেমনি একটি শরীরের প্রাণ খাদ্য উপাদান। সেই খাদ্য উপাদানের গন্ডগোল হলেই মানুষ রোগে আক্রান্ত হন। তখনই মানুষ দৌড়ায় ডাক্তারের কাছে তারপর অনেক অনেক টাকার টেস্ট ও ওষুধ। সেই ওষুধের খরচ কমিয়ে সহজলভ্য স্থানীয় খাবারের মাধ্যমে শরীরকে সুস্থ রাখার দিশা দেখাতেই এই উদ্যোগ।
এই ক্যাম্পে আসা তৃতীয় বর্ষের ছাত্র প্রদীপ দাস বলেন, অনেক দিন ধরেই ওজন কমানোর কথা ভাবছিলাম তাই আজ ডায়েট চার্ট হাতে পেয়ে খুব ভালো লাগছে। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সদস্য ও সদস্যা অয়ন মাজি, দ্যূতি কোঙার, মনীষা দাস, সুদীপ দাস, ঐন্দ্রিলা সাধুখাঁ, সৌমি সাহা, অঙ্কিতা সাম প্রমূখ।
Social