জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ যাত্রীবাহী টোটোর সাথে মোটরবাইকের সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন মোটরবাইকের চালক সহ টোটোর এক যাত্রী। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে মন্তেশ্বরের মালডাঙ্গা কাটোয়া রাস্তায় চন্দ্রপুর সেতু সংলগ্ন এলাকায়।
স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, একটি টোটোয় করে কয়েকজন মালডাঙ্গা থেকে চন্দ্রপুরের দিকে যাচ্ছিল। হঠাৎই চন্দ্রপুর সেতু সংলগ্ন এলাকায় টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি মোটরবাইককে সজরে ধাক্কা মেরে উল্টে যায়। আহত হয় মোটরবাইক চালক ও টোটোয় থাকা এক যাত্রী। স্থানীয়রা আহত দুজনকেই উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। আঘাত গুরুতর থাকায় মোটরবাইক চালককে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।