টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পঞ্চায়েত প্রধান হওয়া সত্ত্বেও লোকের বাড়িতে পরিচারিকার কাজ করে উপার্জন করতেন। সৎ থেকে জনপ্রতিনিধির দায়িত্ব পালনের জন্য মেমারির ঝর্ণা রায়-এর প্রশংসা করেছিলেন মুখ্যমন্ত্রী। এবারের পঞ্চায়েত নির্বাচনে তাঁকে আর দলীয় প্রার্থী হয়ে প্রতিদ্বন্দিতার সুযোগ দিল না তৃণমূল। এতেই রাগে দুঃখে পূর্ব বর্ধমানের মেমারি দু’নম্বর ব্লকের বিজুর-১ পঞ্চায়েতের প্রধান ঝর্ণা রায় বৃহস্পতিবার মেমারি দু’নম্বর ব্লকের বিডিও অফিসের কাছে একদল কর্মী নিয়ে কংগ্রেসে যোগ দেন।
পূর্ব বর্ধমান প্রদেশ কংগ্রেসের সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য এ বিষয়ে বলেন, ‘রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দানের হিড়িক বাড়ছে। মেমারির বিজুরের যাঁরা টাকা তুলে তৃণমূল দলে দিতে পারেনি তাঁদের ওই দলে কোনো সম্মান নেই। তাই আমরা ভালো কর্মীদের স্বাগত জানালাম। এরা এবার কংগ্রেসের হাত শক্তিশালী করবেন বলে আশা করছি।’
আর ঝর্ণা রায় ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, ‘মুখ্যমন্ত্রী আমাকে সার্টিফিকেট দিয়েছিলেন। আমাকে দল যোগ্য সম্মান দেয়নি। তাই কংগ্রেসে যোগদান করেছি। দল আমাকে চিনতে পারল না। আমার সততার কোনো দাম পেলাম না।’