টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ শুক্রবার থেকে সারা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও শুরু সপ্তম দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান। মূলতঃ ১-১৬ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনের ফর্ম জমা করা যাবে, ১৮-৩০ সেপ্টেম্বর জমা পড়া আবেদনের পরিষেবা প্রদান করা হবে। সেই মতো শুক্রবার বর্ধমান দু’নম্বর ব্লকের বৈকুন্ঠপুর-১ গ্রাম পঞ্চায়েত অন্তর্গত জোতরাম বিদ্যাপীঠে শিবিরে সকাল থেকে উপভোক্তাদের ভিড় লক্ষণীয়।
এবারের এই দুয়ারে সরকার শিবির থেকে থেকে ৩৫টি প্রকল্পের পরিষেবা পাবে উপভোক্তারা। তার মধ্যে চারটি নতুন প্রকল্পের সুবিধা রয়েছে বার্ধক্য ভাতা, পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণ, উদ্যম পোর্টালে নাম নথিভুক্তকরণ এবং হস্তশিল্পী ও তাঁতশিল্পীদের নাম তালিকাভুক্তিকরণ।পাশাপাশি কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতিগত শংসাপত্র, বিধবা ভাতা, মাইক্রো ইরিগেশন প্রকল্প এবং ভবিষ্যৎ ক্রেডিট কার্ড-এই সমস্ত প্রকল্পের পরিষেবাও পাওয়া যাচ্ছে দুয়ারে সরকার শিবির থেকে।
এদিনের এই প্রথম শিবির পরিদর্শনে উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক সুবর্ণা মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি রাখি কোঙার, সহ-সভাপতি দেবদ্বীপ রায়, বৈকুন্ঠপুর-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাখি সাঁতরা, উপ-প্রধান জয়দেব ব্যানার্জী, অঞ্চল সভাপতি শেখ অজাদ রহমান এছাড়াও অন্যান্য আধিকারিকগণ।