জোতরাম বিদ্যাপীঠে দশম তম কন্যাশ্রী দিবস পালন

Burdwan Today
1 Min Read

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ দশম বর্ষ কন্যাশ্রী দিবস পালিত হল সোমবার বর্ধমান দু’নম্বর ব্লকের জোতরাম বিদ্যাপীঠে। এদিন  বিদ্যালয়ে গঠিত কন‍্যাশ্রী ক্লাব ‘সম্পূর্ণা’ ও শিক্ষক-শিক্ষিকারা মিলে কন্যাশ্রীর আওতায় থাকা সকল ছাত্রীদের নিয়ে এক সাইকেল রেলির আয়োজন করা হয়।

 বিদ্যালয়ের মূল গেট থেকে শুরু হয়ে গাংপুর স্টেশন হয়ে আবার বিদ্যালয়ে এসে শেষ হয়। এই রেলি শেষে বিদ্যালয়ে সকল ছাত্রীদের কন্যাশ্রীর শপথ বাক্য পাঠ করান বিদ্যালয়ের শিক্ষক তথা কন্যাশ্রী নোনাল্ড টিচার নীলমাধব মজুমদার। 

এদিনের কন্যাশ্রী দিবস নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার ঘোষ জানান, গত ২০১৩ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্প চালু করেন উপকৃত হয় বহু ছাত্রীরা। ২০১৭ সালে বিদ্যালয়ে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের নিয়ে  কন্যাশ্রী ক্লাব ‘সম্পূর্ণা’ তৈরি হয়। প্রত্যেক বছর আমাদের বিদ্যালয়ে থেকে প্রায় ৪০০ জন এই প্রকল্পের মধ্যে থাকেন। এই প্রকল্পের ফলে বাল্যবিবাহ অনেকটাই কমেছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *