টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলায় মহিলা পুলিশ কর্মীদের জন্য এই প্রথম মোবাইল বায়ো টয়লেট বা নির্মল যানের ব্যবস্থা করল জেলা পুলিশ। ১০ মার্চ শুক্রবার জেলা পুলিশ লাইনে এই মােবাইল বায়ো টয়লেট বা নির্মল যানের উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সিনহা রায়, বর্ধমান মহিলা থানার আই.সি বর্নানী রায় সহ জেলা পুলিশের অন্যান্য আধিকারিকগণ।
পুলিশ সুপার কামনাশীষ সেন জানান, জেলার আইন-শৃঙ্খলা রক্ষা করতে মহিলা পুলিশ কর্মীদের অনেক দূরে দূরে যেতে হয়। সেখানে ডিউটিরত অবস্থায় শৌচাগারের জন্য অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় মহিলা কর্মীদের। তাদের এই অসুবিধার কথা মাথায় রেখে জেলায় এই প্রথম মােবাইল বায়ো টয়লেট বা নির্মল যানের ব্যবস্থা করা হল। এই নির্মল যানের ব্যবহস্থাপনায় সহযােগিতা করেন সমাজসেবী অমরচাঁন্দ কুন্ডু। জেলা পুলিশ সুপারের এই উদ্যাগে খুশির আবহ মহিলা পুলিশ কর্মীদের মধ্যে।