Breaking News

জমি দখলের অভিযোগ নিয়ে বর্ধমানের জেলাশাসককে ডেপুটেশন

 

 

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমানের কাটোয়া দু’নম্বর ব্লকের মিজিয়ারি গ্রামের তপশিলি জাতিভুক্ত ব্যক্তি সন্তোষ সাহা। তার জমি জোরপূর্বক দখল করে রাস্তা তৈরির অভিযোগ উঠেছে রবীন্দ্রনাথ যশ এবং তার পরিবারের বিরুদ্ধে। সন্তোষ সাহা তিনি কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেন এবং একটি এফআইআর করা হয়। যেহেতু তপশিলি জাতির জায়গা জোরপূর্বক দখল করা হয়েছে তাই সেটি একটি অপরাধ। বিভিন্ন দপ্তরে এসটি ওবিসি ও মাইনরিটি জয়েন্ট ফোরামের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে এটিএম ল্যান্ড একটি কমিটি ও গঠন করেন এবং সেই কমিটি সেই জায়গাও পরিদর্শন করেছিল। কিন্তু তার কোনো সদুত্তর এখনও পর্যন্ত পাননি সন্তোষ সাহা। তার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এসটি, ওবিসি ও মাইনোরিটি জয়েন্ট ফোরামের পক্ষ থেকে ডেপুটেশন দেন পূর্ব বর্ধমান জেলাশাসকের কাছে।

এসটি, ওবিসি ও মাইনরিটি জয়েন্ট ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি বৈদ্যনাথ সাহা বলেন, এসটি, ওবিসি ও মাইনরিটি জয়েন্ট ফোরামের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজকে আমরা জেলাশাসকের কাছে এসেছি। আপনারা জানেন যদি তপশিলি ভুক্ত জাতির জায়গা কোনো উচ্চবর্ণের মানুষ বা অতপশিলি ভুক্তজাতিরগা জোরপূর্বক দখল করে সেটি অপরাধযোগ্য। সেটির বিষয়ে আমরা কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেছিলাম কিন্তু কাটোয়া থানায় কেস বন্ধ করে দিতে চাইছিল। তাই আমরা জেলাশাসকের কাছে এই নিয়ে প্রায় ৩-৪ বার এসেছি আমরা বারবার তাকে অনুরোধ করেছি তিনি যেন একবার সরেজমিনে খতিয়ে দেখে যার জায়গা তাকে ফেরত পাওয়ার ব্যবস্থা করে দিক এবং অপরাধীদের যেন যথাপুযুক্ত শাস্তির ব্যবস্থা করুক।

About Burdwan Today

Check Also

সম্পত্তিগত বিবাদের জেরে ভয়ঙ্কর কাণ্ড, দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ সম্পত্তিগত বিবাদের জেরে দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ভাইয়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *