টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ চুরি করলে কি সিংহাসনে বসিয়ে রাখবে, চুরি করলে ডেকেই পাঠাবেন আজ তাই হয়েছে। শনিবার বর্ধমান দু’নম্বর ব্লকে স্বস্তিপল্লী ফুটবল ময়দানে নির্বাচনী জনসভা করতে এসে তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষের ইডি তলব নিয়ে এমনই মন্তব্য করলেন সিপিএমের রাজ্য কমিটির সদস্যা তথা বামনেত্রী মিনাক্ষী মুখার্জি। এদিন তিনি মঞ্চ থেকে তৃণমূল-বিজেপি কে এক হাতে নিয়ে কড়া ভাষায় আক্রমণ করেন এমনকি রাজ্যের পুলিশকেও। তিনি বলেন, আজ মানুষের মুখ পুড়েছে মানুষ আজ ঘুরে দাঁড়াচ্ছে। সেই সাহসের সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছে এই লাল ঝান্ডা। আর এই বর্ধমান দু’নম্বর ব্লকে নির্বাচনী গণনার পর কারোর বাড়ি যদি ভাঙে বা কোনো কর্মী, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, কমরেডের, কোনো লাল ঝান্ডা ধরা কোনো ক্যান্ডিডেটের যদি একটা চুলও বাঁকা হয় তৃণমূল-বিজেপিকে চিনি না, থানার ওসিকে জবাব দিতে হবে আমাদের পয়সাতে থানার ওসি ভেতরে এসি চালিয়ে ঘুমানো যাবে না। মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে, ঐক্যবদ্ধ শক্তির জিত হবে।
পাশাপাশি এদিন সভা শেষে হঠাৎই মঞ্চের সামনে মাইক হাতে এক অপরিচিত ব্যক্তি মিনাক্ষী কে বেশ কয়েকটি প্রশ্ন করেন এবং সেই প্রশ্নের উত্তরও দেন মিনাক্ষী। তারপর ওই ব্যক্তির সভাস্থল থেকে বেরিয়ে যাবার সময় তার উপর ক্ষিপ্ত হয়ে তাকে ঘিরে ধরে। এমনকি ওই ব্যক্তিকে মারধর করা হয় এবং অশ্লীল ভাষায় গালিগালাজও করা হয়। এই ঘটনায় ইতিমধ্যে নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন রাজনৈতিক মহলে।
Social