চ্যাম্পিয়ন মধ্যমগ্রাম

Burdwan Today
1 Min Read

 

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ মন্তেশ্বরের করন্দা যুব কিশোর সংঘের পরিচালনায় স্বর্গীয় হরিসাধন মণ্ডল ও স্বর্গীয় কমলা মণ্ডল স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতায় বিজয়ী হলো মধ্যমগ্রাম কালীমাতা সংঘ। রবিবার ফাইনাল খেলায় তারা মন্তেশ্বর এলাহি ভরসা ক্লাবকে টাইব্রেকারে ৬-৫ গোলে পরাজিত করে।  নির্ধারিত সময়ে খেলার ফলাফল ছিল ৩-৩। 

এদিনের খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে বিজয়ী দলের পূর্ণ হেমব্রম এবং প্রতিযোগিতার সেরা হয়েছে মন্তেশ্বর এলাহি ভরসা ক্লাবের সুরজ বাহাদুর গুরুং।  করন্দা যুব কিশোর সংঘের সম্পাদক রাজীব মুখার্জি, ও সভাপতি অঞ্জন দে’রা জানান এই মাঠে খেলা  ৩০বছরে পদার্পণ করল।  এই  বছর গত একমাস ধরে  ব্লক ও জেলার বিভিন্ন এলাকায় ১২ টি দল নিয়ে খেলাটি অনুষ্ঠিত হয়েছে করন্দা ফুটবল মাঠে।  যুবসমাজ দিন দিন মোবাইলে আসক্ত হয়ে পড়ছে তাই আমরা যুব সমাজকে উৎসাহিত করে তাদের মাঠ মুখি করার জন্যই খেলার আযোজন।

খেলার মাঠে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আহমেদ হোসেন শেখ, পিপলন পঞ্চায়েত প্রধান শেখ শরিফুউদ্দিন, মধ্যমগ্রাম পঞ্চায়েতের প্রধান বিপুল রায়, এলাকার বিশিষ্ট খেলা প্রেমী ধনঞ্জয় সামন্ত, দেবব্রত দত্ত, রকিবুল ইসলাম শা, সহ এলাকার বিশিষ্টজনেরা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *