টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ শুক্রবার ২১ জুলাই শহীদ দিবসে কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে বর্ধমান স্টেশনে ভিড় করেছেন তৃণমূল কর্মীরা। আর তার মধ্যে নজর কেড়েছেন শের আলি। বর্ধমান পৌরসভা এলাকার ২ নং ওয়ার্ডের বাসিন্দা সে। তিনি অভিনব চুল কেটে মাথায় একদিকে লিখেছেন মমতা অন্যদিকে অভিষেক। এমনকি আঁকলেন তৃণমূল কংগ্রেস দলীয় প্রতীক জোড়া ফুলও।
শুক্রবার কলকাতার শহীদ দিবসে যোগ দেওয়ার জন্য কর্মীদের যাতায়াতে কোনো অসুবিধা না হয় সেজন্য বর্ধমান স্টেশনের সামনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ক্যাম্প করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক খোকন দাস, তৃণমূল নেতা ইফতেকার আহমেদ সহ দলের অনান্য কর্মী সমর্থকেরা। সাধারন তৃণমূল কর্মীসমর্থকদের ব্যাচ দেওয়া হলো ক্যাম্প থেকে। ৮টা ৩৫এ ট্রেনে করে রওনা দেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। পাশাপাশি বর্ধমান স্টেশনে জিআরপির পক্ষ থেকে বিশেষ সহায়তা কেন্দ্র খোলা হয় নিরাপত্তার জন্য।
Social