Breaking News

চালু হলো রানাঘাট-বনগাঁ শাখায় ইএমইউ ট্রেন

 

বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ সোমবার রানাঘাট-বনগাঁ শাখার নতুন আরেকটি ইএমইউ ট্রেনের সূচনা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন সাংসদ জগন্নাথ সরকার, বিধায়ক ও শিয়ালদা ডিভিশনের ডিআরএম। 

এদিন উদ্বোধনের আগে মঞ্চে ভাষণ দিতে গিয়ে একাধিক বিষয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

একাধিক বিষয়ে সাংবাদিক সম্মেলনে জানান :

১৬৫০০ টেম্পোরারি হোমগার্ড নিয়োগ প্রসঙ্গে ট্যুইট নিয়ে বলেন :

১৬৫০০ ক্যাডার ঢুকিয়েছে। সব থানাতে পার্টির ক্যাডারদের ঢুকিয়ে দিলেন। এমএলএ, ওসি, আইসি-রা কথা বলে অস্থায়ী ১৬৫০০ জনকে নিয়োগ করে দিয়েছেন। কোনো নিয়ম মানা হয়নি। 

বিচারপতি রাজাশেখর মান্থার বাড়ির সামনে পোস্টার সম্পর্কে বলেন :

আমি কোর্টের ব্যাপারে কোনো কথা বলবো না। 

সূর্যকান্ত মিশ্র-এর তৃণমূলে ভালো লোক আছে আর বিজেপির সবাই দাঙ্গাবাজ নয় প্রসঙ্গে বলেন :

উনি ওনার মত প্রকাশ করতেই পারেন, উনি একজন সিনিয়র লিডার মত প্রকাশ করেছেন। সেটা নিয়ে আমি মন্তব্য করবো না। 

রেলের জমিতে আবাস যোজনার ঘর হচ্ছে প্রসঙ্গে বলেন :

রেলের অধিকাংশ জমি তোলাবাজরা দখল করে রেখেছে। রেলের জমি রেলের উচিত সংরক্ষিত করা। গরীব মানুষের মাথায় লাঠি মেরে নয়। 

হাইকোর্টে আইনজীবীদের বিক্ষোভ প্রসঙ্গে বলেন :

জুডিশিয়ারি বিষয়ে কিছু বলবো না। জুডিশিয়ারি এত দুর্বল নয়। ভাবার কোনো কারণ নেই। 

দিল্লিতে অনুব্রতর বিরুদ্ধে মামলা প্রসঙ্গে বলেন :

এর জন্য সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যারা আছেন তারাই যথেষ্ট। এটা নিয়ে আমাদের নাক না গলানই ভালো, দূরে থাকা ভালো।

About Burdwan Today

Check Also

মন্তেশ্বরে হাসিবুল শেখ খুনে গ্রেফতার আরও ২

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ গত দুমাস আগে কাঁড়ি ও লাঠি দিয়ে এক যুবককে পিটিয়ে খুন করার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *