রাহুল রায়, কাটোয়া : বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু’নম্বর ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত শ্রীবাটী গোকুল কৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে চাপাকলা উৎসবের উদ্বোধন হলো। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা গোকুল কৃষ্ণ চন্দ্রের প্রতিকৃতি ও মূর্তিতে মাল্যদান করা হয়। এদিন উপস্থিত ছিলেন কাটোয়ার মহকুমাশাসক অর্চনা পিওয়াংখেড়ে, কাটোয়া দু’নম্বর ব্লকের বিডিও পুষ্পেন্দু সাহা, কাটোয়া দু’নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী নিষাদ সামন্ত, শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের প্রধান সাগর প্রধান, শ্রীবাটী গোকুল কৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঙ্গদেব গড়াই সহ অন্যান্যরা।
স্কুলের ছাত্র-ছাত্রীদেরকে হাতে চাপাকলা (মুড়ির নারুকে বলা হয় চাপাকলা) তুলে দেওয়া হয়। এই উপলক্ষে গান, নৃত্য সহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠান দেখতে ছাত্র-ছাত্রী সহ এলাকার মানুষেরা হাজির হয়।
Social