Breaking News

খড়দহে শুরু হলো ৪ দিন ব্যাপী পুষ্প প্রদর্শনী

 

টুডে নিউজ সার্ভিস, খড়দহঃ বছরের শুরুতেই শুরু হলো খড়দহ পুষ্প প্রদর্শনী। যা এবছর ২৪ বছরে পদার্পণ করল। ইংরাজি নববর্ষে উদ্বোধন হলো এই পুষ্প প্রদর্শনী। এদিন আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট মহাকাশ বিজ্ঞানী ইসরো তপন মিশ্র, প্রাক্তন অধিকর্তা বিশিষ্ট সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী এবং উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসরোর বিজ্ঞানী শ্রীমতি অরুন্ধতী মিশ্র, এছাড়া উপস্থিত ছিলেন পুষ্প প্রদর্শনী সম্পাদক ডাক্তার গৌতম মুখার্জী, প্রাক্তন উত্তর দমদম বিধানসভা কেন্দ্রে বিধায়ক তন্ময় ভট্টাচার্য, প্রাক্তন পানিহাটি পৌরসভার পৌরপ্রধান চরণ চক্রবর্তী সহ খরদাহ অঞ্চলের বিশিষ্টজনেরা। 

২৪ তম বর্ষের খড়দহ পুষ্প প্রদর্শনীতে থাকছে বিজ্ঞান প্রদর্শনী। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে পুষ্প প্রদর্শনীর মাঠের ফিতে খেটে সাধারণ মানুষের জন্য পুষ্প প্রদর্শনী এবং বিজ্ঞান প্রদর্শনী খুলে দেওয়া হয়। খড়দহে পুষ্প প্রদর্শনী ১ জানুয়ারি থেকে চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। এই প্রদর্শনীকে কেন্দ্র করে খড়দহ অঞ্চলের মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতন। শুধু খড়দহ অঞ্চলের না আশেপাশে অঞ্চলেরও মানুষ এই খড়দহ পুষ্প প্রদর্শনী দেখার জন্য অপেক্ষায় থাকে বিগত বছর করোনার জন্য এই পুষ্প প্রদর্শনী সংঘটিত না হওয়ায় এ বছর পুনরায় পুষ্প প্রদর্শনী এবং বিজ্ঞান প্রদর্শনী শুরু হওয়ায় প্রদর্শনীতে বিভিন্ন ফুল দেখবার জন্য ভিড় করেছে। 

এই পুষ্প প্রদর্শনীতে মোট ৭২ জন অংশগ্রহণ করেছে তিন হাজার টব এসেছে চন্দ্রমল্লিকা, গোলাপ, ডালিয়া, পমপম, ক্যাকটাস, অর্কিট বনসাই ফল এবং সবজি এছাড়াও বিজ্ঞান প্রদর্শনীতে ১৬ টি স্কুল অংশগ্রহণ করে প্রত্যেকটি স্কুল থেকে দুটি করে বিজ্ঞানের মডেল নিয়ে আসে ছাত্র-ছাত্রীরা এছাড়াও ব্যক্তিগতভাবে ৯ জন বিজ্ঞানের মডেল নিয়ে আসে এই বিজ্ঞান প্রদর্শনীতে।

 এই বিজ্ঞান প্রদর্শনী এবং পুষ্প প্রদর্শনীতে ৮ থেকে ৮০ সর্বস্তরের মানুষের মন কেড়ে নিয়েছে ফুল- ফল-সবজি এবং বিজ্ঞানের মডেল।

About Burdwan Today

Check Also

কার্তিক লড়াইকে ঘিরে জমজমাট কাটোয়া

রাহুল রায়, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের সকলের কাছে সব থেকে বড় পুজো হল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *