জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ কোর্টের নির্দেশে ভাঙা হলো বেআইনিভাবে দখল করে থাকা মাটির বাড়ি। বুধবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে মন্তেশ্বরের পিপলন পঞ্চায়েতের করন্দা গ্রামে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কালনা কোর্টের কমিশনার ও নাজির, মন্তেশ্বরের বিডিও, মন্তেশ্বর থানার পুলিশ।
কোর্ট কমিশনার বংশী চরণ দে বলেন, কোর্টের প্রায় নির্দেশ অনুযায়ী মন্তেশ্বর ব্লক প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে জেসিবি দিয়ে বেআনিভাবে দখল করে রাখা জায়গা দখল মুক্ত করা হয়েছে। দখল পাওয়া জায়গার মালিক কালীপ্রসাদ সামন্ত বলেন, প্রতিবেশী সঞ্জিত দে ও রনজিৎ দে-র পরিবারের কাছ থেকে জায়গাটি কিনলেও কিছুজন জোরপূর্বক জায়গাটি দখল ছাড়ছিলেন না। ১৯৮৫ সালে জায়গার দখল পাওয়া নিয়ে মামলা শুরু হয় বলে জানান তিনি। এরপর কোর্টের মাধ্যমে আজ জায়গাটি দখলমুক্ত হলো।
Social