বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ খাবারের সাথে বিষ মিশিয়ে পথ কুকুরদের খাইয়ে মেরে ফেলার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রানাঘাট থানার রায়নগরে। সূত্রের খবর, রানাঘাট থানার রায়নগর কর্মকার পড়ায় গত কয়েকদিন যাবৎ একের পর এক সারমেয়র বিষক্রিয়ায় মৃত্যুর ঘটনা ঘটছে।
আর এই ঘটনায় পথ কুকুরদের মাংসের সাথে বিষ মিশিয়ে খাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কর্মকার পাড়ার বাসিন্দা তপন মণ্ডল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, রাস্তা দিয়ে তপন মণ্ডল হেটে গেলে তাকে দেখে কুকুরে চিৎকার করে। আর সেই কারণেই গত কয়েকদিন আগে ওই এলাকার ৬টি কুকুরকে খাবারের সাথে বিষ মিশিয়ে খাইয়ে দেয় ওই ব্যক্তি। অভিযোগ, এই পর্যন্ত ৫টি কুকুরের মৃত্যু হয়েছে, এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আরও একটি সারমেয়। আর এই ঘটনার প্রেক্ষিতে রানাঘাট থানায় অভিযুক্ত তপন মণ্ডল-এর নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন কর্মকার পাড়ার বাসিন্দা সজল কর্মকার নামের এক ব্যক্তি।
খাবারের সাথে বিষ মিশিয়ে খাইয়ে দেওয়ার ঘটনা জানাজানি হতেই এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্ত তপন মণ্ডল বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।
Social