গৌরনাথ চক্রবর্ত্তী, কাটোয়াঃ তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে বাংলার উত্তর থেকে দক্ষিণ চোষে বেড়াচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহার থেকে যাত্রা শুরু করে এখন তিনি রয়েছেন পূর্ব বর্ধমানে। শুক্রবার সন্ধ্যায় নব জোয়ার কর্মসূচিতে এসে পূর্ব বর্ধমানের কাটোয়ার জগদানন্দপুর রাধাগোবিন্দ মন্দিরে পুজো দিলেন তিনি। পাশাপাশি কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, রায়নার বিধায়কা শম্পা ধাড়া, জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষাল সহ প্রমুখ। তাঁকে এক ঝলক দেখার জন্য রাস্তার দুধারে ভিড় জমিয়েছিলেন স্থানীয় মানুষরা।