শঙ্কু কর্মকার, কাটোয়াঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রায়বেঁশে নৃত্যের কর্মশালা ও উৎসবের আয়োজন করা হলো কাটোয়া রবীন্দ্রভবনে। ৩ মার্চ থেকে ৫ মার্চ অব্দি চলবে এই কর্মশালা। লোকো সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই কর্মশালার আয়োজন।এই কর্মশালায় রাজ্যের তিন জেলা থেকে প্রায় ৩৫০ জন রায়বেঁশে শিল্পীরা অংশগ্রহণ করেছেন।
শুক্রবার কাটোয়া রবীন্দ্রভবনে এই এই কর্মশালা ও উৎসবের শুভ উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন কাটোয়ার মহকুমা শাসক অর্চনা পি. ওয়াঙ্কেরে সহ বিশিষ্ট ব্যক্তিরা। তিন দিনব্যাপী এই কর্মশালায় প্রত্যেক শিল্পীদের শংসাপত্র এবং হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে বলে জানা গেছে।
মন্ত্রী স্বপন দেবনাথ জানান, পূর্ব বর্ধমান জেলার লোকসংস্কৃতির এই শিল্পীরা আর্থিক বৎসরে প্রায় ১ কোটি ১০ লক্ষ টাকা সান্মানিক ভাতা পেয়েছেন
Social