টুডে নিউজ সার্ভিসঃ কলকাতা বিমানবন্দরের ভিতরে ভয়াবহ আগুন। ধোঁয়ায় ভরে যায় বিমানবন্দর চত্বর। যার জেরে বন্ধ হয়ে যায় বিমান পরিষেবা। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৮টি ইঞ্জিন।ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।
বুধবার রাত ৯টা ২০ মিনিট নাগাদ আগুন লাগে বলে সূত্র মারফত জানা যায়। বিমানবন্দরের সিকিওরিটি চেকিংয়ের জায়গায় আগুন লাগে বলে খবর। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। তবে এখনও আগুন লাগার সঠিক কারন জানা যায়নি।