প্রবীর মণ্ডল, বর্ধমানঃ বাৎসরিক ওলাইচন্ডী মায়ের আরাধনায় মাতলেন বর্ধমান দু’নম্বর ব্লকের স্বস্তিপল্লীর বোনাবাদ এলাকাবাসী। তাদের এই পুজো নেতাজী সংঘের পরিচালনায় হয়ে আসছে যা এবছর ১৪৬তম বর্ষে পড়েছে। সকাল থেকে পুজো দেওয়ার জন্য ভক্তের সমাগম চোখে পড়ার মতন। পাশাপাশি মন্দিরে প্রতি বছর পুজো দিতে আসেন দূর দূরান্তের মানুুষও। পুজো উপলক্ষে বসে মেলাও। এছাড়াও গত বছর থেকে এই পুজোর সমস্ত পরিচালনার দায়িত্বে রয়েছেন মহিলারা।
উদ্যোক্তারা জানান, এই পুজো বহু পুরানো। এই মা খুবই জাগ্রত। এখানে মানত করলে মনস্কামনা পূরণ হয়, এমনকি মনস্কামনা পূরণ হলে অনেকে ছাগ, ফলমূল বলিদান দেন। এই পুজো আমাদের এলাকায় প্রত্যেক বাড়িতে আত্মীয়-স্বজনের ভিড় লেগেই থাকে।
এই পুজোকে ঘিরে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে আর এই পুজোর জন্যেই আমরা অপেক্ষায় থাকি। পাশাপাশি এবছর আমাদের মায়ের মন্দির তৈরি করা হয়েছে যা আজ এই পুজোর মধ্য দিয়ে দ্বার উদঘাটন হয়েছে। এই পুজো দুদিনের। রবিবার পুজো শুরু হয়েছে সোমবার মায়ের বিসর্জন।
Social