জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ আগামী শনিবার ৮ জুলাই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনে সরকারি কর্মীরা ভোট পরিচালনার দায়িত্ব রয়েছেন। তাই রবিবার থেকে তিন দিন ধরে শুরু হয়েছে ওই সমস্ত প্রায় ৮০০ জন ভোট কর্মীদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা। মন্তেশ্বর ব্লক কার্যালয়ের তিনটি ঘরে পুলিশি কঠোর নিরাপত্তায় চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া। ভোটকেন্দ্রের সামনে ভোট দাতাদের লম্বা লাইন দেখা যায়।
এদিন ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবেই চলছে বলে জানিয়েছেন মন্তেশ্বর ব্লকের জয়েন্ট বিডিও সোমনাথ সাউ।