পাপু লোহার, কাঁকসাঃ কংকেশ্বরী মন্দির, মাজার ও গুরুদুয়ারে পুজো দিয়ে কাঁকসা ব্লকের দিদির সুরক্ষা কবচ কর্মসূচির সূচনা করলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি। শুক্রবার সকাল ১১টা নাগাদ প্রথমে গুরুদুয়ার, এরপর কাঁকসার কংকেশ্বরী দুর্গা মন্দিরে পুজো দিয়ে দান বাবার মাজারে দুপুর ১২টা নাগাদ চাঁদর চড়িয়ে ও পুজোর ডালা নিয়ে পুজো দেন।
এদিন দান বাবার মাজারে চাঁদর চাপিয়ে অনুষ্ঠানের সূচনা করেন উজ্জ্বল চ্যাটার্জি।
এরপর সারাদিনব্যাপী নানান কর্মসূচির পাশাপাশি দলীয় কর্মীদের সাথে সাক্ষাতের পাশাপাশি কাঁকসা অঞ্চলের তৃণমূল কর্মীদের নিয়ে একটি বৈঠক ও কাঁকসা রথ তলায় একটি পথসভা করেন।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি , কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ভবানী ভট্টাচার্য , সহ-সভাপতি হিরন্ময় ব্যানার্জি, কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আলম খান, সন্দীপ রিঙ্কু মহল, তৃণমূল নেতা পল্লব ব্যানার্জি সহ কাঁকসা ব্লকের অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মী ও নেতৃত্ববৃন্দ।