বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ তৃণমূলের এক মহিলা কাউন্সিলরকে বেধড়ক মারধর এবং শ্লীলতাহানি করার অভিযোগ উঠল স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। থানায় লিখিত অভিযোগ করেছেন ওই মহিলা কাউন্সিলার। ঘটনাটি নদীযর কল্যাণী পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে। আক্রান্ত মহিলা কাউন্সিলরের নাম বাসন্তী দাস।
আক্রান্ত কাউন্সিলরের অভিযোগ, প্রতিদিনের মতো সোমবার সন্ধ্যায় নিজের ওয়ার্ড অফিসে বসে কাজ করছিলেন তিনি। সঙ্গে ছিলেন বেশ কয়েকজন মহিলাও। হঠাৎ বেশ কয়েকজন যুবক মদ্যপ অবস্থায় ওয়ার্ড অফিসে ঢুকে মোবাইল বের করে ওয়ার্ড অফিসে বসে থাকা মহিলাদের ছবি তুলতে থাকে। তার প্রতিবাদ করেন বাসন্তীদেবী। অভিযোগ এরপর ওই মদ্যপ যুবকরা বাসন্তী দেবীকে বেধড়ক মারধর করে। তখন উপস্থিত মহিলারা এগিয়ে গেলে তাদেরও মারধর করা হয় এমনকি শ্লীলতাহানি করা হয় কাউন্সিলরকে বলে অভিযোগ।
Social