বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ এবার নিয়োগ দুর্নীতির মামলায় পৌরসভার আধিকারিকদের ডেকে পাঠালো সিবিআই। বুধবার তাদের জেরা করা হবে বলে সূত্রের খবর। এদিন নদীয়া জেলার শান্তিপুর পৌরসভা থেকে পৌরসভার বেশ কয়েকজন আধিকারিক নিজাম প্যালেসের উদ্দেশ্যে রওনা দেয়।
সূত্রের খবর, কুন্তল ঘোষ গ্রেফতার হওয়ার পরেই পৌরসভার নিয়োগ দুর্নীতির কথা উঠে আসে বলে জানা যায়। হুগলি থেকে কুন্তল ঘোষ-কে গ্রেফতার করে সিবিআই-এর প্রতিনিধি দল। এরপরেই তাকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। অর্থাৎ, কুন্তল ঘোষ-এর সংস্থা পৌরসভার নিয়োগের পরীক্ষা নিয়েছিল বলে জানা যায়। সেখানেই লাখ লাখ টাকা দিয়ে চাকরি বিক্রি করা হয়েছিল বলে তথ্য উঠে আসে। সেই তথ্যকে সামনে রেখে গত ৭ জুন শান্তিপুর পৌরসভায় হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ঘন্টার পর কয়েকঘন্টা জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি চালিয়ে তারা কিছু নথিপত্র সংগ্রহ করে নিয়ে যায় বলে জানা যায়। গতকাল সিবিআই দপ্তর থেকে পৌরসভার পৌরপতির কাছে ফোন করে তাদের আধিকারিকদের ডেকে পাঠানো হয় বলে জানা যায়।
ইতিমধ্যেই শান্তিপুর পৌরসভার আধিকারিকরা সিবিআই অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তবে সিবিআই দপ্তরে যাওয়া নিয়ে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ জানিয়েছেন, পৌরসভায় সিবিআই যখন তদন্ত শুরু করে তখন সমস্ত নথি দিয়েছিল পৌরসভা। ইতিমধ্যে আমাদের প্রতিনিধিরা নিজাম প্যালেসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তদন্তর স্বার্থে আরও যা নথি কিংবা প্রশ্ন উঠে আসে সবটাই সহযোগিতা করবে আমাদের প্রতিনিধিরা।
Social