Breaking News

ইডি দফতর থেকে বেরোলেন সায়নী ঘোষ

 

টুডে নিউজ সার্ভিসঃ হাজিরা দেওয়ার প্রায় সাড়ে ১১ ঘণ্টা পর ইডি দফতর থেকে বেরোলেন অভিনেত্রী তথা রাজ্যের যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ। নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার তাঁকে তলব করে ইডি। এদিন সকাল ১১টা ২১ মিনিটে ইডি দফতরে উপস্থিত হন এবং রাত ১০টা ৪৫ মিনিটে ইডির দফতর থেকে থেকে বেরোন তিনি।

ইডি-র দফতর থেকে বেরিয়েই সাংবাদিকদের মুখোমুখি হন যুবনেত্রী। তিনি বলেন, “ইডির সঙ্গে ১০০ শতাংশ সহযোগিতা করেছেন। আমাকে যদি ১০০ বার তলব করা হয়, আমি ১০০ বারই আসব। আজ ওঁরা কিছু নথি নিয়ে আসতে বলেছিলেন। আমি সে সব জমা দিয়েছি। আরও কিছু নথি চাওয়া হয়েছে।” পাশাপাশি ইডি সূত্রে খবর, আগামী ৫ জুলাই আবার সায়নীকে তলব করা হয়েছে।

  আরও বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে – https://youtu.be/xQG7CObUGDQ  

About Burdwan Today

Check Also

প্রয়াত বিচারকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোওয়ার আসর

পারিজাত মোল্লাঃ সোমবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে প্রয়াত বিচারক মহম্মদ নুরুল হোদা মোল্লার অষ্টম মৃত্যুবার্ষিকী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *