Breaking News

আদিবাসী সিঙ্গেল অভিযানের রেল অবরোধ

 

সেখ সামসুদ্দিন, মেমারিঃ মেমারি শহরের চকদিঘী মোড়ে আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে ১২ ঘন্টার ভারত বনধ উপলক্ষে জমায়েত হয়ে মিছিল করে মেমারি জিটি রোড রেলগেটে এসে অবরোধ করেন তাঁরা। অবরোধে আটকে পড়ে আপে মা তারা এক্সপ্রেস এবং ডাউনে ৯টা ১১মিনিটের হাওড়া লোকাল।

এই অবরোধকে কেন্দ্র করে জিআরপি ও মেমারি থানার পুলিশ প্রশাসনের উপস্থিত ছিল দর্শনীয়। এক ঘন্টা অবরোধ চলার পর পুলিশ প্রশাসনের অনুরোধে তাঁরা মানুষের ভোগান্তির কথা বিচার করে অবরোধ তুলে নেয়। তারপরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

তাদের পাঁচ দফা দাবির মধ্যে- ১) ২০২৩এ সারনা ধর্ম কোড দিতে হবে। ২) মারাং গুরু পরেশনাথ পাহাড়কে জৈন ধর্মাবলম্বীদের দখল মুক্ত করে আদিবাসীদেরকে ফিরিয়ে দিতে হবে। ৩) সাঁওতালী ভাষাকে ঝাড়খণ্ডের প্রথম রাজ ভাষার মান্যতা দিতে হবে। ৪) অসম ও আন্দামানের ঝাড়খন্ডী আদিবাসীদের অবিলম্বে এসটি সূচিতে সামিল করতে হবে এবং টিএমসি, জেএমএম, বিজেডি ও কংগ্রেস পার্টি দ্বারা কর্মী মাহাতোদের এসটি সূচিতে সামিল করার চক্রান্ত বন্ধ করতে হবে। ৫) আদিবাসী শাসন মাঝি অবস্থায় জনতান্ত্রিক করণ ও সংবিধান লাগু করতে হবে বলে জানান আদিবাসী সিঙ্গেল অভিযান পূর্ব বর্ধমান জেলা প্রেসিডেন্ট লক্ষীনারায়ণ মুর্মু। 

এদিন সকালে মেমারি শহরে হুমকি দিয়ে ব‍্যবসায়ীদের দোকান বন্ধ করতে বাধ‍্য করা হয়। পরে জেলা প্রেসিডেন্ট ঐ কাজের জন‍্য ক্ষমা চেয়ে ভুল স্বীকার করেন। ফলে মেমারি শহরে আংশিক দোকানপাট এদিন বন্ধ থাকে।

About Burdwan Today

Check Also

সম্পত্তিগত বিবাদের জেরে ভয়ঙ্কর কাণ্ড, দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ সম্পত্তিগত বিবাদের জেরে দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ভাইয়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *