মোহাম্মদ ফিরোজ, বীরভূমঃ গ্রুপ ডি মামলায় ইলামবাজার ব্লকের সাহাপুর উচ্চ বিদ্যালয়ে চাকরি গেল গ্রুপ ডি কর্মী সৈয়দ আজাদ আলীর। সাহাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সালাউদ্দিন জানান, সৈয়দ আজাদ আলী স্কুল আসা বন্ধ করে দিয়েছেন। বিদ্যালয়ের পক্ষ থেকেও আজাদ আলীকে জানিয়ে দেওয়া হয়েছে সে যেন আর বিদ্যালয়ে না আসেন। ফলে বিদ্যালয়ে গ্রুপ ডি-র অভাব হয়ে পড়েছে।
প্রধান শিক্ষক আরও জানান, সামনে মাধ্যমিক পরীক্ষা আর সেই পরীক্ষার সেন্টার পড়ছে এই বিদ্যালয়ে তাই গ্রুপ ডি পদ শূন্য থাকলে খুবই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে বিদ্যালয়কে।
প্রধান শিক্ষকের আবেদন যাতে তাড়াতাড়ি গ্রুপ ডি-র রিক্রুটমেন্ট সাহাপুর উচ্চ বিদ্যালয়ে করেন তাহার সুব্যবস্থা করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আর্জি জানাচ্ছেন।