অর্পন নন্দী, কাটোয়াঃ সোমবার অষ্টনাগ মাতার পুজোয় মেতে উঠল কাটোয়ার গাফুলিয়া গ্ৰাম।বিগত ১৩ বছর ধরে বগা পঞ্চমীর দিন সাড়ম্বরে মনসা পূজো হয়ে আসছে এই গ্রামে। এবারেও তার ব্যতিক্রম হয়নি। গ্রামবাসীরা জানিন, সর্পঘাত এড়াতেই গ্রামে অষ্টনাগ দেবীর পুজোর আয়োজন করা হচ্ছে। গাফুলিয়া গ্রামে এক পুরোহিতে স্বপ্নাদেশ পেলে অষ্টনাগ মাতার পুজো শুরু হয় বলে জানা গেছে।
গ্রামের স্থানীয় বাসিন্দা সমীর কুমার নন্দী, গনেশ দেওয়ানজী, চিন্ময় চাটার্জী-রা জানান, “অষ্টনাগ মাতার পুজোর আগে আমাদের গ্রামে প্রায়ই সাপে কামড়ানো ঘটনা ঘটতো ১৩ বছর আগে। গোটা শ্রাবণ মাসের মধ্যে গ্রামে ৪৩ জনকে সাপে কামড়ায়। একজনের মৃত্যুও হয়, তারপর একদিন, গ্রামের এক পুরোহিতে স্বপ্নাদেশ পান। তখন থেকে গ্রামে অষ্টনাগ মাতার পুজো শুরু হয়। পুজো শুরু করার পর থেকেই সাপে কামড়ানোর ঘটনা আশ্চর্যজনক ভাবে বন্ধ হয়ে যায় বলে জানিয়েছে গ্রামবাসীরা।
জানা গেছে, ভাদ্র মাসে বগা পঞ্চমীর দিন পুজো হয় গাফুলিয়া গ্রামের অষ্টনাগ মাতার। দেবীকে শুধু পায়েস ভোগ দেওয়া হয়, তবে পুজো সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত গ্রামে কোন বাড়িতে উনুন জ্বালানো হয় না। পুজো শেষ করে তবেই রান্না করেন গ্রামবাসীরা।
আশেপাশে পঞ্চানন তলা থেকে শুরু করে বনগ্রাম, দুর্গা গ্রাম, গোপালপুর, গোরাপারা, আলমপুর গোয়ালপাড়া, গুশুম্বা, বরমপুর এই নয়টি গ্রামের মানুষজন এসে এই অষ্টনাগ মাতার পুজোয় মেতে ওঠেন।
Social