টুডে নিউজ সার্ভিসঃ অনলাইনে অর্ডার করেছিলেন আইফোন ১৪ প্রো ম্যাক্স। কিন্তু হাতে পেলেন মাটির ঢেলা! এই অদ্ভুত ঘটনার সাক্ষী রইল আসানসোলের কুলটির বাসিন্দা শশী যাদব। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা যায়, ভাইয়ের জন্মদিনে উপহার দেওয়ার জন্য ১ লাখ ৭৯ হাজার টাকা দিয়ে অনলাইনে থেকে আইফোন অর্ডার করেছিলেন কুলটির বরাকরের বাসিন্দা শশী যাদব। দামি ফোন হওয়ায় তিনি ডেলিভারি বয়ের সামনেই বাক্স খোলেন এবং তা ভিডিও করা হয়। আর বাক্স খুলতেই চক্ষু চড়ক গাছ। দেখা যায় বাক্সের মধ্যে ফোনের বদলে রয়েছে মাটির ডেলা।
সমস্ত খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন্ট করুন : https://chat.whatsapp.com/J2ZCZS26NOzBfHUobcE0YN
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং ডেলিভারি করতে আসা যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
এদিকে ব্যবসায় স্বচ্ছতা রাখতে সম্প্রতি ই-কর্মাস সংস্থাগুলি ‘ওপেন বক্স’ ফিচার এনেছে। যার ফলে ডেলিভারি বয়ের উপস্থিতিতেই ক্রেতা দেখতে পারেন যে তাঁর পার্সেলে সঠিক জিনিস রয়েছে কি না।
Social