টুডে নিউজ সার্ভিস, বসিরহাটঃ বসিরহাটের হাসনাবাদ ব্লকের বরুণহাট-রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত সুন্দরবনের গ্রামবাসীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে অমিত শাহের বঙ্গ সফর নিয়ে গো ব্যাক স্লোগান। জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে অমিত শাহ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গলায় মালা দিচ্ছেন ঠিক তখন উল্টোদিকে সুন্দরবনের হাসনাবাদ-লেবুখালী রোডের কাটাখালী ব্রিজে গ্রামবাসীরা ব্যানার ঝুলিয়ে বঙ্গ সফরকে কটাক্ষ করে তারা প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেন।
স্থানীয় যুবক রুবেল গাজী বলেন, “অমিত শাহ বঙ্গ সফরে ধর্মীয় বিভাজন করার চেষ্টা করছে। বিজেপি রাজ্যের বিভিন্ন জায়গায় উস্কানিমূলক মন্তব্য করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। তারই প্রতিবাদে অমিত শাহের বঙ্গ সফর নিয়ে কটাক্ষ ও প্রতিবাদ।”