জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রাম বাজারে কুসুমগ্রাম তৈয়েবা হাই স্কুল সংলগ্ন মাঠে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি উপলক্ষে জনসভা অনুষ্ঠিত হবে। সেই সভাস্থল মঙ্গলবারে রাতে পরিদর্শনে আসেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল এক সেক্রেটারি সঙ্গে ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সহ মন্তেশ্বর থানার পুলিশ আধিকারিক কুনাল বিশ্বাস ও মন্তেশ্বর থানার অন্যান্য পুলিশ অফিসাররা।
পরিদর্শন শেষে তারা জানান, সভার দিন সভারস্থলে আসা মানুষজনও যাতে কোন অসুবিধা সম্মুখীন না হয় সেই বিষয়ের উপর নজর দিতে হবে ।