টুডে নিউজ সার্ভিসঃ আমেরিকার পর এবার অস্ট্রেলিয়া সফরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অস্ট্রেলিয়ার হাই কমিশনারের পক্ষ থেকে অভিষেক-কে আমন্ত্রণ জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার। আর এই বিষয়ে কোর্টের হস্তক্ষেপ চেয়ে তীব্র আপত্তি জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই। গত ২৩ মার্চ কলকাতায় এসেছিলেন অস্ট্রেলয়ান হাই কমিশনের এক প্রতিনিধি দল। তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়র সঙ্গে দেখা করেন তাকে অস্ট্রেলিয়া সফরে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে ছিলেন। উল্লেখ্যঃ যে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের প্রথম সারির নেতাদের আমন্ত্রণ জানানো হয় অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে। আর সেই সফরে অভিষেকের যাওয়ার নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই। তাদের আপত্তি জানিয়ে এবার আদালতের দ্বারস্থ হতে চলেছে এই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলে সূত্রে খবর।
তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-কে দেওয়া এই চিঠিতে অস্ট্রেলিয়ার সরকার জানিয়েছে যে, এই সফরে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের প্রথম সারির নেতাদের সঙ্গে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়া অস্ট্রেলিয়ান ব্যবসায়ীদের পাশাপাশি বিভিন্ন বানিক সভার প্রতিনিধি সঙ্গেও আলোচনা করবেন আমন্ত্রিত অতিথিদের। কমপক্ষে এক সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে দিয়ে অস্ট্রেলিয়া সমস্ত রাজনীতিক দল এবং বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতীয় রাজনীতিক দলের প্রতিনিধিরা। আদালতে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি যে, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী ও মন্ত্রীও নন। শুধুমাত্র একটি রাজনৈতিক দলের সাংসদ এবং সাধারণ সম্পাদক। ফলে তাকে রাজ্যের একাধিক বিষয়ে তার বিরুদ্ধে মামলা চলছে। তাকে যে কোনো সময় ডাকতে পারে কেন্দ্রীয় সংস্থারা। তাদের দাবি অনেক সময় তদন্তের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়-কে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। সেক্ষেত্রে তার এই সফরের ফলে তাদের তদন্তের গতিপ্রকৃতি থমকে যেতে পারে। এছাড়াও অস্ট্রেলয়ান এম্ব্যাসি থেকে তাদের কে কোনো সূচনা দেওয়া হয়নি বলে দাবি ইডি এবং সিবিআই আধিকারিক দের। এমনকি লোকসভার সচিবালয়কেও এই বিষয় নিয়ে কোনো কিছু জানানো হয়নি বলে দাবি ইডি ও সিবিআই এর। তাই গোটা বিষয় নিয়ে তারা তাদের আইনজীবীদের সঙ্গে আলোচনা করে আদালতে দুরস্ত হচ্ছেন বলে সূত্রের খবর। অস্ট্রেলিয়া সরকারের স্পেশাল ভিসিট প্রোগ্রামে আমন্ত্রণ অভিষেক বন্দ্যোপাধ্যায়-কে।
Social