টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ২৩ জানুয়ারী ঘটা করে পালিত হয় দেশ বরন্য নেতাজীর ১২৬তম জন্মদিবস। আর সেই নেতাজীর জন্মদিবসের আগেই অবহেলায় অবজ্ঞায় পড়ে রইলো নেতাজী নামঙ্কিত শিশু উদ্যান ঝোপ ঝারে ভর্তি হয়ে রয়েছে এই উদ্যান বর্ধমানের পাল্লারোড এলাকায়। মাটিতে পড়ে রয়েছে এই উদ্যানের গেটে দেওয়া নেতাজীর ছবি সহ ব্যানার। সেই ছবি রবিবার ধরা পড়লো আমাদের ক্যামেরায়।
স্থানীয় সূত্রে জানা যায়, এই পার্কটি দুলুই বাজার-১ গ্ৰাম পঞ্চায়েতের অধীনে তৈরি হয়। এলাকা সূত্র মারফৎ আরও জানা যায় এই পার্কটি পরিষ্কার করতো একসময় দুলুই বাজার ১ গ্ৰাম পঞ্চায়েত। কিন্তু, ইদানিং এই পার্কে এখন বাচ্চাদের আনাগোনা বন্ধ। বেড়েছে বিষাক্ত সাপের উপদ্রব।
Social