টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ আইপিএল ম্যাচ চলাকালীন অনলাইন বেটিংয়ের অভিযোগে দুর্গাপুর থেকে গ্রেফতার এক। সেই সঙ্গে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে চারটি মোবাইল ও দুটি ডাইরি সহ নগদ ৫ লক্ষ ৩০ হাজার ৭৪০ টাকা উদ্ধার করে।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে কলকাতা নাইট রাইডার এবং রাজস্থান রয়েলসের সাথে খেলা চলছিল। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার রাতেও অনলাইন বেটিং শুরু করেছিল ধৃত যুবক। তখনই অনলাইন লোকেশন ট্র্যাক করে মেনগেটের নিউ স্টিল পার্কে পৌঁছে যায় দুর্গাপুর থানার পুলিশ। হাতেনাতে ধরা পড়ে মহম্মদ নিয়াজ খান নামের যুবক। বাজেয়াপ্ত করা হয় চারটি মোবাইল এবং দুটি ডাইরি, উদ্ধার হয় নগদ টাকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেটিংয়ের নির্দিষ্ট অ্যাপে ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওই বেটিং চলে। অনলাইনে নগদ লেনদেন হয় অ্যাপের মাধ্যমে। এই অ্যাপের মাধ্যমে দেশের যে কোনও প্রান্ত থেকে বেটিংয়ে অংশ নেওয়া যায়। দীর্ঘ দিন ধরে এইচক্র দুর্গাপুরের মেনগেট এলাকা থেকে সক্রিয় বলে অভিযোগ উঠেছিল। অভিযোগের ভিত্তিতে গোপন তদন্ত শুরু করে দুর্গাপুর থানার পুলিশ। তার পরই মোবাইল লোকেশন ট্র্যাক করা শুরু করে পুলিশ। আর তারই জেরে পুলিশের জালে ধরা পড়ে মহম্মদ নিয়াজ খান। শুক্রবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
Social