জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ এক স্কুল ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। মৃত ছাত্রীর নাম অহনা গড়াই (১৮), মন্তেশ্বর গ্রামের হাটপাড়া এলাকার বাসিন্দা। মন্তেশ্বর হাই স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রবিবার রাতেও রাতের খাবার খেয়ে নিজের ঘরে ঘুমোতে যায় অহনা। সোমবার সকালে অনেক ডাকাডাকিতে ঘরের দরজা না খোলায় দরজা ভেঙে তার ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায় পরিবারের লোকজন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মন্তেশ্বর ব্লক কাদম্বিনী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের লোকজনের দাবি গত কয়েকদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিল সে। বাড়িতে ঠিকমতো খাওয়া-দাওয়া করছিল না।
পুলিশ জানায়, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রূজু করে ময়নাতদন্তের জন্য দেহ কালনা মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
Social