টুডে নিউজ সার্ভিসঃ সব স্কুলে বাংলা ও ইংরেজি পড়াতে হবে এটা বাধ্যতামূলক মন্ত্রিসভার বৈঠকে এমনি সিদ্ধান্ত। নবান্নে মন্ত্রিসভায় গৃহীত হয় রাজ্যের আলাদা শিক্ষানীতি। বেসরকারি স্কুলগুলোকে নিয়ন্ত্রণ করতে এবার বিল আনছে রাজ্য সরকার। সোমবার মন্ত্রিসভার এই বিলের অনুমোদন দেওয়া হয়েছে। তৈরি হবে রাজ্য শিক্ষা কমিশন।
পাশাপাশি এদিন মন্ত্রীসভার বৈঠকে আলোচনা হয় যে, (১)আমতা ব্লক হাসপাতালে ১০০ বেড বাড়ল ছিল ১২০। বর্তমানে তা ২২০। এর জন্যে ১১০ টি নতুন পদ তৈরির অনুমোদন দেওয়া হয়। (২) সরকারি জমি জবর দখল হয়ে যাচ্ছে। এদিন মন্ত্রীসভার বৈঠকে এই বিষয়টি উত্থাপন করেন মন্ত্রী মলয় ঘটক। দখলদারি আটকাতে সবাইকে তৎপর হওয়ার নির্দেশ দেন। আসানসোলে দীর্ঘদিন ধরে ১০০ বাড়ি তৈরি হয়ে পড়ে আছে। সেগুলো দ্রুত নিয়ম মেনে বন্টনের কথা হয়। (৩) সরকারি সিদ্ধান্ত দ্রুততার সঙ্গে কার্যকর করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সিদ্ধান্ত হওয়ার ১৫ দিনের মধ্যে তা কার্যকর করার প্রক্রিয়া শুরু করে রিপোর্ট দিতে হবে মুখ্যমন্ত্রীকে। আগামী ৬ মাসের মধ্যে সিদ্ধান্ত সম্পূর্ণ কার্যকর করতে হবে। অপরদিকে দখলদারি ঠেকাতে জমি বিক্রির প্রস্তাব।