টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ রবিবার ইংরাজি নববর্ষ। একটা বছর শেষ, শুরু নতুন একটা বছর। পুরানোকে বিদায় নতুন বছরকে সাদরে গ্রহণ করে আনন্দ উৎসবে মেতে ওঠার দিন। বছরের প্রথম দিনে সেই চেনা ছবি পূর্ব বর্ধমানের সদরঘাটে দামোদরের চরে। এদিন সদরঘাটে বর্ধমান সহ জেলার বাইরে থেকেও বহু মানুষ ভিড় করেছেন পিকনিক করতে।
এইদিনে দামোদরের চরে মেলাও বসে। বিগত বছর অতিমারি করোনার জেরে তেমন লোকসমাগম হয়নি। কিন্তু, করোনার প্রকোপ কমতেই এ বছর হাজার হাজার মানুষের ভিড় করেছেন সদরঘাটের দামোদরের চরে। শুধু বর্ধমান জেলা নয় আশেপাশের জেলা থেকেও প্রচুর মানুষ আসেন এদিন সদরঘাটে।
পাশাপাশি সদরঘাটে দামোদরের জলে নৌকা বিহারে মেতে ওঠেন আগত সকলে। এই নৌকা বিহারের ফলে কিছুটা অতিরিক্ত ইনকাম হয় মাঝিরাদের। পাশাপাশি ডিজের তালে তালে নাচগানের সঙ্গে চলছে সকলে মিলে আনন্দ। এককথায় বছরের প্রথম দিনটিকে চুটিয়ে উপভোগ করতে চাইছেন সকলে।