জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত জাকিরুল শেখ, শুশুনিয়া পঞ্চায়েতের বাসিন্দা। থানা সূত্রে জানা গেছে, ওই নাবালিকার বাবা মন্তেশ্বর থানায় এক লিখিত অভিযোগে জানান দিন দুয়েক আগে তার নাবালিকা কন্যা যখন একটি বাড়ির একটি ঘরে একাই শুয়েছিল সে সময় প্রতিবেশী ওই যুবক ঘরের দরজা ঠেলে ঘরের ভেতর ঢুকে প্রথমে তার নাবালিকা কন্যাকে কুপ্রস্তাব দেয় তাতে ওই নাবালিকা রাজি না হওয়ায় জবরদস্তি তার উপর শারীরিক অত্যাচার চালায় এবং হুমকি দেয় ঘটনার কথা কাউকে না জানানোর।
ওই নাবালিকা পরদিন স্কুলে গিয়ে শারীরিক অসুস্থতা অনুভব করে স্কুলের শিক্ষিকা চেপে ধরতে সব কথা খুলে বলে সে। স্কুলের পক্ষ থেকে তার বাবাকে সমস্ত কথা জানানো হয় তার ভিত্তিতে মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ জানাই নাবালিকার বাবা। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত যুবককে তার বাড়ি থেকে গ্রেফতার করে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত যুবককে শনিবার কালনা আদালতে তোলা হয়।