Breaking News

বিশ্ব জলাভূমি দিবস পালন

  

দেবনাথ মোদক, খাতড়াঃ  বিশ্ব জলাভূমি দিবস পালন করল বাঁকুড়া দক্ষিণ বনবিভাগ। জলাভূমি দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল ন’টায় মুকুটমণিপুর প্রকৃতি ভ্রমণ কেন্দ্রে এই কর্মসূচির আয়োজন করা হয়। 

বন দফতর সূত্রে জানা যায়, এদিন মুকুটমণিপুর একলব্য হাই স্কুলের ছাত্র-ছাত্রীদের জলাভূমি নিয়ে সচেতন করা হয়। পাশাপাশি সচেতনতা শিবিরের শেষ পর্বে  স্বেচ্ছাসেবী সংস্থা গ্রীণ প্ল্যাটুর সহযোগিতায় পক্ষী গণনার কাজ হয়।  মুকুটমণিপুরে বিভিন্ন ধরনের পরিযায়ী পাখি আসে, সেগুলি গণনা করা হলো, গতবারের তুলনায় এবারের পাখির আনুপাতিক সংখ্যা একই রয়েছে বলে জানায় বন দফতর। এছাড়াও এদিন জলের অপচয় বন্ধ করা নিয়ে সকলকে সচেতন করা হয়।

এদিনের কর্মসূচিতে  উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য বনপাল ডঃ এস কুনাল ডাইভেল, ডি.এফ.ও বাঁকুড়া সাউথ ই বিজয় কুমার, এ.ডি.এফ.ও মধুর মিলন ঘোষ,  ডি.এম কর্পোরেশন দিব্যেজোতি বেরা, খাতড়া পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সুব্রত কুমার মহাপাত্র সহ বন দফতরের আধিকারিক গণ। এদিন ২টি নৌকায় করে জলাধারে গিয়ে বুনো হাঁস, সাইবেরিয়ান পাখি, রাঙামুড়ি, বালি হাঁস সহ  ইত্যাদি পাখি দেখতে পাওয়া গেছে বলে জানা যায়।

About Burdwan Today

Check Also

কার্তিক লড়াইকে ঘিরে জমজমাট কাটোয়া

রাহুল রায়, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের সকলের কাছে সব থেকে বড় পুজো হল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *