পাপু লোহার, কাঁকসাঃ বেহাল অবস্থায় কাঁকসা উচ্চ বিদ্যালয়, নতুন বিদ্যালয় নির্মাণ অথবা স্কুল সংস্কারের দাবি রাখল বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দিদির দূতের কাছে। দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বেরিয়ে হঠাৎ কাঁকসা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন তৃণমূলের জেলা নেতৃত্ব।
শুক্রবার দুপুর সাড়ে বারোটা নাগাদ কাঁকসা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি, স্কুল পরিচালন সমিতির সভাপতি পল্লব বন্দ্যোপাধ্যায়, কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ভবানী ভট্টাচার্য, সহ-সভাপতি হিরন্ময় ব্যানার্জি, কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আলম খান, সন্দীপ রিঙ্কু মহল সহ তৃণমূল কংগ্রেস কর্মী সহ অন্যান্যরা।
পল্লব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বেরিয়ে উজ্জ্বল চ্যাটার্জি তাদের স্কুলে পরিদর্শন করেন এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের সাথে তাদের সুবিধা অসুবিধার বিষয়ে কথা বলেন। বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের পড়াশোনার ক্ষেত্রে কি কি অসুবিধার মধ্যে পড়তে হয় এবং এই স্কুল সংস্কার সহও বিভিন্ন বিষয় নিয়ে উজ্জ্বল চ্যাটার্জি-র কাছে তারা দাবি পেশ করেছেন।