দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ ভারতীয় ডাক বিভাগের বিশেষ খামে শিল্পের হাকডাক তুলে ধরলেও পাথরের অভাবে মুখ থুবড়ে পাথর শিল্পীদের কাজকর্ম। ফলে গলায় একরাশ ক্ষোভ আর ভারাক্রান্ত মন নিয়েই এই উদ্যোগেকে সাধুবাদ জানালেন তারা।
ভারতীয় ডাক বিভাগের বিশেষ খামে এবার শোভা পেল ঐতিহ্যময় বিষ্ণুপুরের বিষ্ণুর দশটি রুপ। পাশাপাশি শোভা পেল বাঁকুড়ার শুশুনিয়ার পাথর শিল্প। তবে অন্যদিকে খুশি বিষ্ণুপুরের দশাবতার তাস। বৃহস্পতিবার বাঁকুড়ার এডওয়ার্ড মেমোরিয়াল হলে ডাক বিভাগের এক অনুষ্ঠানে দু’টি খামের প্রকাশ করেন ডাক বিভাগের কর্তারা।
Social